1. [email protected] : Developer :
  2. [email protected] : Himon Mulla : Himon Mulla

বিশেষ শিশুদের ভর্তির নিয়োমাবলি

বিশেষ শিশুদের ভর্তির নিয়মাবলী

১)  ভর্তির পূর্বের তিন দিন  ১ ঘন্টা পরিবর্তন ক্লাস।  ক্লাসের প্রথম দিন  শিশুর মা বাবা  উপস্থিত থাকতে হবে।  পর্যবেক্ষণ ক্লাসে রিপোর্ট নেয়ার সময়  মা ও বাবাকে উপস্থিত থাকতে হবে।

২)  বিশেষ শিশুদের সপ্তাহে   5 দিন,  শুক্র ও শনিবার বন্ধ থাকবে।  সকাল দশটা থেকে একটা তিনটা   থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস  টাইম।

৩) ১ঃ১, ১ঃ২  শিক্ষক ও ছাত্রের  অনুপাতে  ক্লাসের ব্যবস্থা।

৪) প্রতি 6 মাস পরপর  প্রতিটি  শিশুর  আইপি  বাবা-মার কাছে হস্তান্তর করা হবে।

৫) প্রতি ছয় মাস পর পর শিশুকে শিশু বিকাশ কেন্দ্র চেকআপ করিয়ে চেকআপ  এর ফটোকপি স্কুলে জমা দিতে হবে

 

 ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

১)  শিশুর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

২)  মা ও বাবার  1 কপি পাসপোর্ট সাইজ ছবি।

৩)  শিশুর জন্ম নিবন্ধন এর ফটোকপি।

৪)  সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদ এর ফটোকপি ।

৫)  প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ এর নাম্বার।

৬) বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি।

৭)  লোকাল গার্জিয়ান যদি থাকে তাহলে উনার পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি।

 

বিশেষ শিশুদের ভর্তির ক্ষেত্রে বছরের যে কোন সময় পর্যবেক্ষণ  ক্লাস  এবং ভর্তি  নেয়া হয়।  

ভর্তি সম্পর্কিত আরও তথ্য জানতে  প্রয়োজন  যোগাযোগ করুন  01977737399 / 01712737399

© All rights reserved © 2020 SSAF
কারিগরি সহযোগিতায়: বিডি আইটি ফ্যাক্টরী লিঃ