২০১২ সালে জেলা প্রশাসনের সহযোগীতায় সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন গঠন করা হয়। ২০১২ সালেই সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন এর মাধ্যমে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বিশেষ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০২০ সালের আগষ্ঠ মাসে বিদ্যালটি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বিশেষ বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১০ জন শিক্ষক ৯জন স্টাফ নিয়ে ১১৮ জন এনডিডি শিশুদের সেবা প্রদান করছে।
এনডিডি শিশুদের বিশেষ পরির্চচা অংশ হিসেবে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিদ্যালয়টি পরিচালনা করা হয়।
সিলেট শহরের কুমারপাড়ায় বিদ্যালয়টি অবস্থিত এবং শহরের বালুচর এলাকাতে বিদ্যালয়ের নামে ০.১২ একর জমি রয়েছে। এনডিডি শিশুদের পাশাপাশি সাধারন শিশুদের জন্য বিদ্যালয়ে রয়েছে চারুকলা, নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি চর্চা প্রশিক্ষন এর ব্যবস্থা। শুক্রবার-শনিবার সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারন শিশুদের এই প্রশিক্ষন প্রদান করা হয়।
সাংস্কৃতিক বিকাশে ২০১৮ সালে সিআরআই কর্তৃক জয় বাংলা ইয়ূর্থ এ্যায়ার্ড অর্জন করে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন ।
ধন্যবাদ।
ইসমাইল গনি হিমন
প্রধান শিক্ষক
সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল