সাধারণ শিশুদের ভর্তির নিয়মাবলী
১ ) ভর্তির পূর্বে একটি পর্যবেক্ষণ ক্লাস নেয়া হয়।
২ ) শুধুমাত্র চারুকলার ক্ষেত্রে সরাসরি ভর্তি নেয়া হয়।
৩ ) যারা চারুকলায় ভর্তি হয় তাদের জন্যই নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, চর্চার ব্যবস্থা।
৪ ) আবৃত্তি ক্লাস বাধ্যতামূলক।
৫) বিদ্যালয় নিজস্ব তিন বছরের সিলেবাস
৬) বিদ্যালয়ে আয়োজন ছাড়া অন্য কোন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ বা সহযোগিতা প্রদান করবে না।
৭) ১ঃ৫ অনুপাতে ছাত্র-শিক্ষকের ব্যবস্থা্।
৮) প্রতি বর্ষের জন্য 20 জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে।
৯) প্রতিবছর ছাত্র-ছাত্রীদের বার্ষিক চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে
১০) সাধারণ শিশুদের সম্পূর্ণ আলাদা বারে ক্লাস নেয়া হয়।
সাধারণ শিশুদের ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজঃ
শিশুর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
মা ও বাবার এক কপি পাসপোর্ট সাইজ ছবি
শিশুর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি
লোকাল গার্জিয়ান যদি থাকে তাঁর পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি
চারুকলা নির্ধারিত ফরমে চারুকলার সাথে যে যে বিষয় যেমন নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ক্লাস করবে তাই স্পষ্ট করে লিখতে হবে।
চারুকলার ক্লাস টাইমঃ
শুক্রবার সকাল 10 টা থেকে 12 টা এবং বিকেল তিনটা থেকে পাঁচটা
শনিবার সকাল 10 টা থেকে 12:00 এবং বিকেল তিনটা থেকে পাঁচটা
প্রতি মাসের শেষ শুক্রবার আবৃত্তি ক্লাস
সঙ্গীত ক্লাস মঙ্গলবার বিকাল ৪টায়। নৃত্য ক্লাস বুধবার বিকাল ৪টায়
ভর্তি সম্পর্কিত আরও তথ্য জানতে প্রয়োজন যোগাযোগ করুন 01977737399 / 01712737399