1. admin@saaf-bd.org : Developer :
  2. himon.saas@gmail.com : Himon Mulla : Himon Mulla

বিদ্যালয়ের তথ্য

May be an image of 12 people

 

 

সিলেট জেলায় অটিস্টিক শিশুদের সেবা প্রদানের মানসে বিগত ১৫/১১/২০১২ইং তারিখে অনুষ্ঠিত সিলেট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহীত ৪৯(ক)নং সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসক, সিলেট বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। সিলেট বিভাগে চারুকলা  ও অটিজম বিষয়ে কোন বিদ্যালয়   না থাকায়  জেলা  প্রশাসক  জনাব  খান মোহাম্মদ বিল্লাল বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন ।

বিদ্যালয়টি সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য “প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯”-এর ৩/১২ নং ধারানুযায়ী সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন, নিবন্ধন নং সিল.১২৬৮/১৫ গঠন করা হয় এবং নীতিমালা ২০১৯-এর ১২ নং এর ক ধারা অনুযায়ী জেলা প্রশাসককে সভাপতি, সিভিল সার্জন, উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রাইমারী শিক্ষা অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকতা, প্রতিবন্ধী বিষয়ক র্কমর্কতা, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং প্রধান শিক্ষককে সদস্য সচিব করে মোট ১৩ জন সদস্য বিশিষ্ট স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মহোদয়ের সরেজমিন পর্যবেক্ষণের প্রেক্ষিতে গত ২৩/১১/২০১৫ইং বিদ্যালয়টিকে স্বীকৃতি প্রদান করা হয়। ১৫জন অটিস্টিক শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করলেও সফলতার সাথে বর্তমানে বিদ্যালয়টিতে ৭৫জন অটিস্টিক শিশু শিক্ষার্থী রয়েছে। ইতিমধ্যে ১৫জন শিক্ষার্থী সাধারণ বিদ্যালয়ে সফলভাবে শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। এমতাবস্থায় বিদ্যালয়টিতে ক্রমাগতভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।

  দুই হাজার ২১ সালের ফেব্রুয়ারি মাসে  ৫জন শিক্ষক,  তিনজন কর্মচারী  এমপিও ভুক্ত হয় ( তারমধ্যে  ৩জন জুনিয়র শিক্ষকে এর পদ সংগ্রহন করে রাখা হয়।)। 

বর্তমানে বিদ্যালটি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের  ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগীতায় পরিচালিত হচ্ছে। 

বর্তমানে বিদ্যালয়টিতে   ২৫ জন বিশেষ  শিশুদের  শিক্ষাব্যবস্থা  রয়েছে। 

 

প্রতিবন্ধী শিশুদের পাশাপাশি সাধারণ শিশুদের  চারুকলা,  আবৃত্তি,  নৃত্য ও সংঙ্গীত প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে। 

সিলেট জেলার কুমারপাড়া বিদ্যালটির ক্যাম্পাস অবস্থিত। সিলেট উপজেলা  বালুচরে বিদ্যালয়ের .১২ শতক জমি রয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল গনি হিমন, মোবাইল 01712737399

© All rights reserved © 2020 SSAF
কারিগরি সহযোগিতায়: বিডি আইটি ফ্যাক্টরী লিঃ